শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত ২, আহত
শালিখা মাগুরা প্রতিনিধি শালিখা মাগুরাঃ শালিখা উপজেলা সদর থেকে মাত্র ৪ মিটার দূরে সড়ক ১ শিশু নিহত হয়েছে ও তার বোনের অবস্থা আশংকা জনক।
আজ দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাগুরা যশোর সড়কের কেচুয়াডুবি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত ও তার আপন বড়বোন অপর শিশু আহত হয়েছে।
কেচুয়াডুবি গ্রামের আলাল মোল্লার দুই মেয়ে মারিয়া(৬) প্রথম শ্রেণি ও হাবিবা(৮) দ্বিতীয় শ্রেণী স্কুল থেকে বাড়ী ফেরার সময় ১২টার দিকে যশোর গামি গোল্ডেন লাইনের একটি গাড়ি তাদের পেছন থেকে চাপাদেয়।
এ সময় গাড়ীর চাকায় স্পৃষ্ট হয় ঘটনাস্থলেই মারিয়া মারা যায় এবং হাবিবা আহত হয়।আহত হাবিবাকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত মারিয়া দের বাড়ি চলছে শোকের মতন। ঘাতক পরিবহনটিকে স্থানীয় জনতা শালিখার আড়পাড়া বাজারে আটক করেছে।