যশোরে বিস্ফোরণে তিন শিশু আহত: খেলনা ভেবে কুড়িয়ে এনেছিল বোমা
সাব্বির হোসেন, যশোরঃ যশোর শহরের শংকরপুর এলাকায় ঘরের ভেতরে বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আহত তিন শিশু হলো—শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে সজিব আহমেদ (৭), মেয়ে খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)।
প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে সজিব একটি টেপ মোড়ানো ধাতব কৌটা কুড়িয়ে পায়। সেটি বাসায় নিয়ে এসে দুই বোনের সঙ্গে খেলতে গেলে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
প্রতিবেশী আক্তারুল ইসলাম বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে যাই। গিয়ে দেখি তিন শিশু রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।”
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ইমন হোসেন বলেন, “আহত শিশুদের মধ্যে আয়েশা ও সজিবের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি বাইরে থেকে একটি বিস্ফোরক সদৃশ বস্তু কুড়িয়ে এনে খেলছিল। সেটিই বিস্ফোরিত হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিস্ফোরণের উৎস ও প্রকার নির্ধারণে তদন্ত শুরু করেছে।