নাচোলে কাল বৈশাখী ঝড়ে নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয় লন্ড ভন্ড
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়টি, গত শুক্রবার ,(১৬মে )দিবাগত রাতের কালবৈশাখী ঝড়ে মাটির তৈরি দুইটি ঘরের টিনসেট দুমরে মুচড়ে উড়ে লন্ড ভন্ড হয়ে গেছে। এতে করে ছাত্র ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক অকিল চন্দ্র বর্মন বলেন, ১৯৭৩-সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আমরা বিগত ৫২-বছর যাবত এই মাটির তৈরি ঘরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। তিনি আরো বলেন যে, আমি দেখছি প্রায় বিদ্যালয়ে নতুন নতুন বিল্ডিং হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে, আমার বিদ্যালয়ের আজ পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। গত শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে আমাদের বিদ্যালয়ের দুইটা ঘরের টিন উড়ে গেছে এবং সাথে দরজা, জানালা ,ফ্যান, টেবিল, চেয়ার, বেঞ্চ, বিদ্যুতের মিটারসহ, সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এতে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষা দানের কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে। বিদ্যালয়টি মেরামত করতে অনেক টাকার প্রয়োজন, যা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অসম্ভব হয়ে পড়েছে। আমাদের পক্ষে স্কুল ঘর পুনঃ নির্মাণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটিতে দির্ঘদিন ধরে অবহেলিতর মধ্যে দিয়ে চলছে শিক্ষাদান।
বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়টি পুনঃ সংস্কারের জন্য, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং একই সাথে একটি নতুন বিল্ডিং এর জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানিয়েছেন।