বাঘারপাড়ায় নিজ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের হামলার শিকার মাদরাসা অধ্যক্ষ
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর)ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার দয়রামপুর সিদ্দিকিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া আলী নিজ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দ্বারা হামলা ও মারপিটের শিকার হয়েছেন।
জানা গেছে, গত বুধবার (১৪ মে) সকালে মাদরাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত মাদ্রাসা অধ্যক্ষ নিরাপত্তার শঙ্কায় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি না হয়ে পাশের উপজেলা শালিখা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হামলার শিকার অধ্যক্ষের দাবি, ঘটনার দিনে ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় মাদরাসার উপাধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সহকারি মৌলভী আব্দুর রাজ্জাক পরিচ্ছন্নতা কর্মী ইমান আলীকে দিয়ে আমাকে শিক্ষক রুমে ডাকায়। শিক্ষক রুমে বসা মাত্র মৌলভী আব্দুর রাজ্জাক রুমের দরজা বন্ধ করে দিতে বলে। তখন আমি রুম থেকে বের হতে গেলে ইমান আলী আমাকে বাধা দেয়। এসময় ধস্তাধস্তির এক পযার্য়ে আমার গায়ের জামা ছিড়ে ফেলে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মেরে জখম করে। তিনি আরো বলেন, মৌলভী আব্দুর রাজ্জাক বিভিন্ন লোকের মাধ্যমে ভয় দেখাচ্ছে থানায় অভিযোগ দিলে বাড়ী পুড়িয়ে দেওয়া হবে। গাছে ঝুলানো হবে। এমন
অভিযোগের বিষয় পরিচ্ছন্নতা কর্মী ইমান আলী সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানে মারামারির কোন ঘটনা ঘটেনি, অধ্যক্ষ নিজে পড়ে গিয়ে জখম হয়েছে। সহকারি মৌলভী আব্দুর রাজ্জাক বলেন, অধ্যক্ষের নিজের অপর্কম ঢাকতে নাটক সাজিয়েছে। তারা সাংবাদিকদের বলেন, মাদরাসায় আসেন বিস্তারিত জানতে পারবেন। হামলার বিষয়ে ভুক্তভোগী অধ্যাক্ষ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন।