ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে যশোর পলিটেকনিক ছাত্রলীগ নেতা আটক
সাব্বির হোসেন,যশোরঃ যশোর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান শিকদারকে ককটেল বিস্ফোরণ ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।
আটককৃত ইমরান শিকদার ঝিকরগাছা উপজেলার কাশেম শিকদারের ছেলে। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা জি.এম. ইমরান হোসেন রাজু জানান, ইমরান শিকদার অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করছিলেন। তারই অংশ হিসেবে গত বছরের ১৭ ডিসেম্বর বিকেলে ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের জামতলা মোড়ে ইমরান ও তার সহযোগীরা একত্রিত হয়ে নাশকতার ছক কষে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয় এবং মামলার সূত্র ধরেই ইমরানকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা আরও জানান, ইমরান শিকদার পূর্বেও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।