শিরোনাম:
নড়াইলের নাওশোনায় বাৎসরিক মতুয়া সম্মেলন ও মেলা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাওশোনায় বাৎসরিক মতুয়া সম্মেলন ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ সম্মেলনে বনখলিশাখালী, রুন্দিয়া, আকবপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ ঢাক-ঢোল পিটিয়ে অংশগ্রহণ করেন।
বার্ষিক উৎসব ও মেলায় বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক শাহ আলম, বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত, বিএনপি নেতা মাষ্টার মফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।
বনখলিশাখালী গ্রামের বাসিন্দা, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বিক্রমজিৎ ফৌজদার বলেন,বহু বছর যাবত এ সম্মেলন ও মেলা চলে আসছে। এটা আমাদের বাৎসরিক একটা উৎসব।আমরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মেলায় আসি এবং স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠি।