১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী যশোরের বাবলুর রহমান নিহত

নিউজ ডেস্ক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ঢাকাগামী বাসের সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাবলুর রহমান (৫০) নামের বাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে, আহত-৪।

বুধবার (১৪ মে) ভোররাত ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোররাত ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কের কাছে বাসটি দাঁড় করায় চালক। এ সময় বাসটির যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তখন ট্রাকের ধাক্কায় বাবলুর রহমান নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল বলেন, নিহত ব্যক্তি মালয়েশিয়া প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় ৩/৪ জন আহত হয়েছে।

তিনি আরো বলেন, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
৫০

শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী যশোরের বাবলুর রহমান নিহত

আপডেট: ০৪:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ঢাকাগামী বাসের সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাবলুর রহমান (৫০) নামের বাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে, আহত-৪।

বুধবার (১৪ মে) ভোররাত ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোররাত ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কের কাছে বাসটি দাঁড় করায় চালক। এ সময় বাসটির যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তখন ট্রাকের ধাক্কায় বাবলুর রহমান নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল বলেন, নিহত ব্যক্তি মালয়েশিয়া প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় ৩/৪ জন আহত হয়েছে।

তিনি আরো বলেন, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।