মণিরামপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাব্বির হোসেন, যশোরঃ যশোরের মণিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার এসআই তারা মিয়া ও এএসআই শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ মে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মণিরামপুর উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের মুন্সিখানপুর গ্রামে মো. আব্দুস সামাদের বাঁশবাগানে অভিযান চালিয়ে মো. রিপন হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট। রিপন ওই গ্রামের সোনার মোড় এলাকার বাসিন্দা এবং মো. আব্দুস সামাদের ছেলে।
অভিযানটি পরিচালিত হয় যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান ও মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজীর নির্দেশনায়। অভিযানে অংশ নেয় থানার একটি চৌকস টিম।
ঘটনার পরদিন, ১২ মে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় থানায় একটি মামলা (নম্বর: ১৩) রেকর্ড করা হয়।
এএসআই শহিদুল ইসলাম জানান, রিপন দীর্ঘদিন ধরে একটি স্থানীয় মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল। তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যরা পুলিশের তথ্যদাতা ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের হুমকি দিচ্ছে।
আটককৃত রিপন হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি নূর মোহাম্মদ গাজী।