শিবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরন বিষয়ক কর্মশালা
নুরতাজ আলম।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে নিরাপদ অধিবাসন ও বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরন শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইম্প্রূভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্ট,স (প্রত্যাসা-২) প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফরহাদ হোসেন, (রুবেল)। তিনি বলেন, বিদেশগামী ও বিদেশ ফেরতদের নিয়ে ব্র্যাক যে কাজগুলো করছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি মানুষকে সচেতন ভাবে বিদেশ যাওয়ার জন্য ব্র্যাকের সহযোগিতা নিতে বলে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী, (মাহমুদ মিঞা)। তিনি বলেন ব্র্যাক হল বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, প্রতিটি সেক্টরে ব্র্যাকের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় নিরাপদ অধিবাসনের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর যে উদ্যোগ তা সফল করার ক্ষেত্রে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোপরি সহযোগিতা করে যাব। তিনি আরো বলেন সবাইকে দক্ষ হয়ে ও ভাষা শিখে বিদেশ যাওয়ার জন্য বলেন।
এই কর্মশালাটির মাধ্যমে নিরাপদ অভিবাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উক্ত কর্মশাল অংশগ্রহণকারীরা।
কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো: বাবুল ইসলাম উপস্থিত ছিলেন এবং কর্মশালাটি সঞ্চালন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ভোলাহাট উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার বুলবুল আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াবাড়ি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাঁশির,গণমাধ্যম কর্মী মো: মামুনুর রশিদ, সম্ভাব্য অভিবাসী, প্রবাস ফেরত অধিবাসীর পরিবার, শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ, ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।