ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় সংগঠন কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর বেনাপোল প্রতিনিধি হলেন মোঃ আব্দুল মুননাফ
সাব্বির হোসেন,যশোরঃ ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় সংগঠন কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার প্রতিনিধি হিসেবে মো: আব্দুল মুননাফ-কে অন্তর্ভুক্ত করেছে।
সিসিএস সূত্রে জানা যায়, দেশের প্রতিটি জেলার মতো যশোর জেলাতেও থানা পর্যায়ে আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে জেলা ও থানাভিত্তিক সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। তবে সকল আবেদনকারীই সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে সিসিএস-এর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে সক্রিয় প্রতিনিধিদের মাধ্যমে জনগণকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা, বাজারে প্রতারণা ও অনিয়ম প্রতিরোধ করাই তাদের মূল লক্ষ্য।
নবনিযুক্ত প্রতিনিধি মো: আব্দুল মুন্নাফ বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় সচেতনতা তৈরি এবং দুর্নীতি প্রতিরোধে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সিসিএস-এর নির্দেশনা অনুসরণ করে বেনাপোল এলাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করব।”
এদিকে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।