০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে পিতা মাতার পূজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে ঠাকুরপুর পালপাড়া গ্রামে গত ৩০ এপ্রিল ২০২৫ খ্রিঃ (রোজ বুধবার) সন্ধ্যা বেলায় গীতা শিক্ষার্থীবৃন্দ তাদের নিজ নিজ পিতা-মাতার পূজা করেন।

শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভে অধিবাস দিবসে “আমরাই হব কালের খেয়া-২০১০, মুকসুদপুর, গোপালগঞ্জ” এর ব্যবস্থাপনা ও পরিচালনায় পরিচালিত “ঠাকুরপুর শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা কেন্দ্র, বোয়ালমারী, ফরিদপুর” এর সকল শিক্ষার্থীবৃন্দ সনাতনী সংস্কারের আদর্শে আদর্শবান ও প্রচারের নিমিত্তে পিতৃ-মাতৃ পূজার জন্য ব্রতী হয়।

অত্র গীতা শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক “রাজন কুমার পাল” এর সুচিন্তা ও সৎ কর্মের প্রতিফলনে এবং অত্র গ্রামবাসীর সহযোগীতায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি প্রতিটা সনাতনীকে জানাতে চান যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে পিতা-মাতা। পিতা-মাতার আর্শিবাদ ব্যাতীত কোনো কাজে সাফল্য লাভ করা যায় না। সন্তান যদি তার পিতা-মাতাকে ভক্তি-শ্রদ্ধা করে তাহলে কোন পিতা-মাতাকেই কষ্ট পেতে হবে না। তাদের প্রতি কখনো অসদাচরণ হবে না। তাি পিতা-মাতার প্রতি ভক্তি-শ্রদ্ধা ও অন্তরে ধর্মীয় ভাবানুবেগ জাগ্রতকরণে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ কার্যের প্রারম্ভে অধিবাস দিবসে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এসময় গীতা শিক্ষার্থীবৃন্দ তাদের নিজ নিজ পিতা-মাতার পূজা শেষে সাধুবরণ, ভজন সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
২১

ফরিদপুরের বোয়ালমারীতে পিতা মাতার পূজা অনুষ্ঠিত

আপডেট: ০৬:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে ঠাকুরপুর পালপাড়া গ্রামে গত ৩০ এপ্রিল ২০২৫ খ্রিঃ (রোজ বুধবার) সন্ধ্যা বেলায় গীতা শিক্ষার্থীবৃন্দ তাদের নিজ নিজ পিতা-মাতার পূজা করেন।

শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভে অধিবাস দিবসে “আমরাই হব কালের খেয়া-২০১০, মুকসুদপুর, গোপালগঞ্জ” এর ব্যবস্থাপনা ও পরিচালনায় পরিচালিত “ঠাকুরপুর শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা কেন্দ্র, বোয়ালমারী, ফরিদপুর” এর সকল শিক্ষার্থীবৃন্দ সনাতনী সংস্কারের আদর্শে আদর্শবান ও প্রচারের নিমিত্তে পিতৃ-মাতৃ পূজার জন্য ব্রতী হয়।

অত্র গীতা শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক “রাজন কুমার পাল” এর সুচিন্তা ও সৎ কর্মের প্রতিফলনে এবং অত্র গ্রামবাসীর সহযোগীতায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি প্রতিটা সনাতনীকে জানাতে চান যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে পিতা-মাতা। পিতা-মাতার আর্শিবাদ ব্যাতীত কোনো কাজে সাফল্য লাভ করা যায় না। সন্তান যদি তার পিতা-মাতাকে ভক্তি-শ্রদ্ধা করে তাহলে কোন পিতা-মাতাকেই কষ্ট পেতে হবে না। তাদের প্রতি কখনো অসদাচরণ হবে না। তাি পিতা-মাতার প্রতি ভক্তি-শ্রদ্ধা ও অন্তরে ধর্মীয় ভাবানুবেগ জাগ্রতকরণে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ কার্যের প্রারম্ভে অধিবাস দিবসে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এসময় গীতা শিক্ষার্থীবৃন্দ তাদের নিজ নিজ পিতা-মাতার পূজা শেষে সাধুবরণ, ভজন সংগীত ও নৃত্য পরিবেশন করেন।