০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

যশোরে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন,যশোর: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে যশোর সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।

কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থী মো. বিপ্লবের নেতৃত্বে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত পাঠদান, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

অবস্থান কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা “এইচএসসি পরে ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই”—এ ধরনের স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এইচএসসি পাসের পর চার বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও তাঁরা উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরির ক্ষেত্রেও তাঁরা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে কোর্সগুলোকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চলবে। তবে দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি চলাকালে সদর হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
৫২

যশোরে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন

আপডেট: ০৩:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সাব্বির হোসেন,যশোর: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে যশোর সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।

কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থী মো. বিপ্লবের নেতৃত্বে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত পাঠদান, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

অবস্থান কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা “এইচএসসি পরে ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই”—এ ধরনের স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এইচএসসি পাসের পর চার বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও তাঁরা উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরির ক্ষেত্রেও তাঁরা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে কোর্সগুলোকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চলবে। তবে দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি চলাকালে সদর হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।