০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

যশোরে সেনা-পুলিশের যৌথ অভিযানে মাদক ও টাকাসহ চার কারবারি আটক

নিউজ ডেস্ক

আব্দুল্লাহ আল-মামুন : যশোর শহরের ২টি এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযানে ৪ মাদক কারবারিকে আটক হয়েছে। বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের রেলগেট ও সংকরপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিচালনা করে।

আটককৃতরা হলেন, রেলগেট কয়লাপট্টি এলাকার আছমা, শংকরপুর জমাদ্দারপাড়ার রফিকুল ইসলাম সাবু, আসিফ ও রেলস্টেশন গাড়োয়ানপট্টির ওসমান রোহিত।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার এসআই জয়ন্ত জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শংকরপুর এবং রেলগেট এলাকায় অভিযান চালায়। আছমার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া অন্যদের শংকরপুর গোলাম প্যাটেল স্কুলের সামনে থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। অভিযানে কোতোয়ালি থানার এসআই দেবাশীষসহ সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৩০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১২

যশোরে সেনা-পুলিশের যৌথ অভিযানে মাদক ও টাকাসহ চার কারবারি আটক

আপডেট: ০৪:৩০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আব্দুল্লাহ আল-মামুন : যশোর শহরের ২টি এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযানে ৪ মাদক কারবারিকে আটক হয়েছে। বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের রেলগেট ও সংকরপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিচালনা করে।

আটককৃতরা হলেন, রেলগেট কয়লাপট্টি এলাকার আছমা, শংকরপুর জমাদ্দারপাড়ার রফিকুল ইসলাম সাবু, আসিফ ও রেলস্টেশন গাড়োয়ানপট্টির ওসমান রোহিত।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার এসআই জয়ন্ত জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শংকরপুর এবং রেলগেট এলাকায় অভিযান চালায়। আছমার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া অন্যদের শংকরপুর গোলাম প্যাটেল স্কুলের সামনে থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। অভিযানে কোতোয়ালি থানার এসআই দেবাশীষসহ সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।