০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তেজগাঁওয়ের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার(১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সায়মন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের স্থানীয় নেতা।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে সায়মনকে আটক করা হয়। হামলা ও হত্যাচেষ্টার মামলায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।”

এর আগে গত ৬ এপ্রিল একই মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণার সময় হামলা চালানো হয়। এর প্রায় এক দশক পর ২০২৪ সালের ২২ আগস্ট মামলাটি করা হয়। এতে অভিযোগ করা হয় যে, প্রচারণা চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
৩৭

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট: ১০:০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তেজগাঁওয়ের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার(১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সায়মন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের স্থানীয় নেতা।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে সায়মনকে আটক করা হয়। হামলা ও হত্যাচেষ্টার মামলায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।”

এর আগে গত ৬ এপ্রিল একই মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণার সময় হামলা চালানো হয়। এর প্রায় এক দশক পর ২০২৪ সালের ২২ আগস্ট মামলাটি করা হয়। এতে অভিযোগ করা হয় যে, প্রচারণা চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল।