০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

মিয়ানমারের পরে তীব্র ভূমিকম্প টোঙ্গায়, জারি সুনামি সতর্কতা

নিউজ ডেস্ক

In this image provided by The Myanmar Military True News Information Team, Myanmar's military leader Senior Gen. Min Aung Hlaing, center, inspects damaged road caused by an earthquake Friday, March 28, 2025, in Naypyitaw, Myanmar. (The Myanmar Military True News Information Team via AP)

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার ও থাইল্যান্ড ভূমিকম্পে বিধ্বস্ত। এরই মধ্যে নতুন করে আতঙ্ক! এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত টোঙ্গা দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইতিমধ্যেই জারি হয়েছে সুনামি সতর্কতা। এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি সেদেশ থেকে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, মাটি থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। পাঙ্গাই গ্রাম থেকে ৯০ কিলোমিটার দূরে তৈরি হয়েছে ৭.১ মাত্রার কম্পন। এই ভূমিকম্পের জেরে ভয়াবহ সুনামির আশঙ্কা রয়েছে। আমেরিকার সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কম্পনের উৎসস্থল থেকে অন্তত ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি হতে পারে। পলিনেশিয়ান রাজ্য টোঙ্গার মধ্যে ১৭০টিরও বেশি দ্বীপ অন্তর্ভুক্ত, সেগুলির বেশিরভাগই জনমানবহীন। সাংবিধানিকভাবে রাজতন্ত্রের অধীনে চলা এই দ্বীপপুঞ্জের লোকসংখ্যা মাত্র এক লাখের সামান্য বেশি, বেশিরভাগেরই বাস রাজ্যটির প্রধান দ্বীপ টোঙ্গাটাপুতে।

২০২২ সালের জানুয়ারিতে প্রশান্ত মহাসাগরে ডুবে থাকা হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপেই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ও তার ফলে সৃষ্ট সুনামি দ্বীপরাষ্ট্র টোঙ্গায় আছড়ে পড়েছিল। ভয়াবহ ওই দুর্যোগে প্রাণহানির ঘটনা তেমন ঘটেনি। তবে অর্থনৈতিক দিক থেকে ওই দেশ মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়।

৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের জেরে ব্যাংককের ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অন্তত ৫০ জন। যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার ব্যাংকক পুলিশের তরফে জানা যাচ্ছে, মারণ প্রাকৃতিক দুর্যোগের পর ইতিমধ্যেই ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। সময় যত গড়াচ্ছে উদ্ধারের সম্ভাবনা ততই কমছে। পুলিশের দাবি, এই পরিস্থিতিতে ওখান থেকে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা এক শতাংশেরও কম।

সূত্র : ইকোনোমিক টাইমস

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
৪৩

মিয়ানমারের পরে তীব্র ভূমিকম্প টোঙ্গায়, জারি সুনামি সতর্কতা

আপডেট: ১২:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার ও থাইল্যান্ড ভূমিকম্পে বিধ্বস্ত। এরই মধ্যে নতুন করে আতঙ্ক! এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত টোঙ্গা দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইতিমধ্যেই জারি হয়েছে সুনামি সতর্কতা। এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি সেদেশ থেকে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, মাটি থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। পাঙ্গাই গ্রাম থেকে ৯০ কিলোমিটার দূরে তৈরি হয়েছে ৭.১ মাত্রার কম্পন। এই ভূমিকম্পের জেরে ভয়াবহ সুনামির আশঙ্কা রয়েছে। আমেরিকার সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কম্পনের উৎসস্থল থেকে অন্তত ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি হতে পারে। পলিনেশিয়ান রাজ্য টোঙ্গার মধ্যে ১৭০টিরও বেশি দ্বীপ অন্তর্ভুক্ত, সেগুলির বেশিরভাগই জনমানবহীন। সাংবিধানিকভাবে রাজতন্ত্রের অধীনে চলা এই দ্বীপপুঞ্জের লোকসংখ্যা মাত্র এক লাখের সামান্য বেশি, বেশিরভাগেরই বাস রাজ্যটির প্রধান দ্বীপ টোঙ্গাটাপুতে।

২০২২ সালের জানুয়ারিতে প্রশান্ত মহাসাগরে ডুবে থাকা হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপেই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ও তার ফলে সৃষ্ট সুনামি দ্বীপরাষ্ট্র টোঙ্গায় আছড়ে পড়েছিল। ভয়াবহ ওই দুর্যোগে প্রাণহানির ঘটনা তেমন ঘটেনি। তবে অর্থনৈতিক দিক থেকে ওই দেশ মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়।

৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের জেরে ব্যাংককের ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অন্তত ৫০ জন। যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার ব্যাংকক পুলিশের তরফে জানা যাচ্ছে, মারণ প্রাকৃতিক দুর্যোগের পর ইতিমধ্যেই ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। সময় যত গড়াচ্ছে উদ্ধারের সম্ভাবনা ততই কমছে। পুলিশের দাবি, এই পরিস্থিতিতে ওখান থেকে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা এক শতাংশেরও কম।

সূত্র : ইকোনোমিক টাইমস