১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান ও মহারাজপুর ইউনিয়নের খড়িখালি এলাকায় এ অভিযান চালানো হয়। সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তসির রহমান। এদিকে অভিযানকালে আলমগীর নামে এক ভাটা মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তসির রহমান তাকে পথে বসিয়েছেন। তার কাছে মোটা অংকের ঘুষ চেয়েছেন। টাকা না দেওয়ায় তার ভাটায় অভিযান চালানো হচ্ছে। পরে অবশ্য ওই ভাটা মালিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এমন ব্যবহারের জন্য ক্ষমা চান।

বিভিন্ন ইটভাটায় অভিযানকালে ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘণের দায়ে পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামের মিজানুর রহমান মাসুমের মালিকানাধীন এমএমআর ব্রিকস ও ইউনূস আলীর মালিকানাধীন এসএসবি ব্রিকসকে চার লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উভয় ইটভাটাকে আগামী ২৪ ঘণ্টার ভিতরে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একতা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, সোমবার দুটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। তার বিরুদ্ধে প্রকাশ্যে এক ভাটা মালিকের ঘুষ দাবীর অভিযোগ সম্পর্কে মুন্তাসির রহমান বলেন, লাইসেন্স বাতিল করায় সততা ইটভাটার মালিক আলমগীর এমন দুর্ব্যাবহার করেছেন। পরে তিনি মাফও চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩১

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

আপডেট: ০৩:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান ও মহারাজপুর ইউনিয়নের খড়িখালি এলাকায় এ অভিযান চালানো হয়। সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তসির রহমান। এদিকে অভিযানকালে আলমগীর নামে এক ভাটা মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তসির রহমান তাকে পথে বসিয়েছেন। তার কাছে মোটা অংকের ঘুষ চেয়েছেন। টাকা না দেওয়ায় তার ভাটায় অভিযান চালানো হচ্ছে। পরে অবশ্য ওই ভাটা মালিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এমন ব্যবহারের জন্য ক্ষমা চান।

বিভিন্ন ইটভাটায় অভিযানকালে ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ লঙ্ঘণের দায়ে পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামের মিজানুর রহমান মাসুমের মালিকানাধীন এমএমআর ব্রিকস ও ইউনূস আলীর মালিকানাধীন এসএসবি ব্রিকসকে চার লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উভয় ইটভাটাকে আগামী ২৪ ঘণ্টার ভিতরে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের একতা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, সোমবার দুটি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। তার বিরুদ্ধে প্রকাশ্যে এক ভাটা মালিকের ঘুষ দাবীর অভিযোগ সম্পর্কে মুন্তাসির রহমান বলেন, লাইসেন্স বাতিল করায় সততা ইটভাটার মালিক আলমগীর এমন দুর্ব্যাবহার করেছেন। পরে তিনি মাফও চেয়েছেন।