শিরোনাম:
বাঘারপাড়ার করিমপুরে নাক, কান গলার রোগের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সাঈদ ইবনে হানিফ]= বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়ার করিমপুর প্রাথমিক বিদ্যালয়ে নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে স্থানীয়, করিমপুর যুব সমাজের আয়োজনে ও রবিউল ইসলাম এর তত্ত্বাবধানে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ব্যাপ্টিস্ট মিড মিশনস্ হাসপাতাল, নাটরের প্রখ্যাত ইএনটি ডাক্তার মাসাসী তমিওকা (জাপানের নাগরিক) ও তার দক্ষ সফর সঙ্গীরা এ ক্যাম্পে উপস্থিত থেকে সর্বমোট ১১০ জন রুগীদেরকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানবিক কার্যক্রম চলে।
চিকিৎসা সেবা শুরুর পূর্বে করিমপুর যুব সমাজের পক্ষ থেকে মানবিক ডাক্তার মাসাসী তমিওকা সহ তার টিমকে ফুলেল শুভেচছা জানানো হয়।