ফরিদপুরে ১৯৪৪টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১ লক্ষ আইইউ খাওয়ানো হবে
সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় এর উদ্যোগে ফরিদপুর সদর হাসপাতালে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মাহমুদুল হাসান অনুষ্ঠানে পাওয়ার প্লান্ট পরিবেশন করেন ডঃ মামুনুর রশিদ, উপস্থিত ছিলেন ডাক্তার খাইরুল ইসলাম আর এম ও আল-আমিন সরোয়ার। এ সময় ফরিদপুর প্রেস ক্লাব এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়।
আগামী ১৫ই মার্চ শনিবার ১ দিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এ দিন ফরিদপুরে ১৯৪৪ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লঞ্চ আইইউ) খাওয়ানো হবে এবং ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রং এর ভিটামিন “এ” ক্যাপনুল (২ লক্ষ আইইউ) খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্ল ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ফরিদপুর জেলার স্বস্থ্য বিভাগের ব্যাপক প্রচারনার মাধ্যনে অভিভাবকদেরকে সচেতন করা হয়েছে।
সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গকে সচেতনতার লক্ষ্যে আবহিতকরণ সভা করা হয়েছে।
মসজিদে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে প্রচারের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইমাম সাহেবদেরকে ও অবহিত করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়।
ক) ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা-৪২,২৮১ জন।
খ) ১২ মাস থেকে ৫৯ মাসবয়সী শিশু-
২,৭৯,৮০৩ জন।
গ) মোটশিশু (ক+খ)= ৩,২২,০৮৪ জন। জেলার মোট উপজেলার সংখ্যা ৯টি ৬ টা পৌরসভা, ৭৯টি ইউনিয়নে, ২৪৩ টি ওয়ার্ড, উক্ত কর্মসূচি পালিত হবে।
জেলার মোট টিকা দান কেন্দ্রের সংখ্যা ১৯৪৪ টি। পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মী ৪৪১ জন, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর ৪৭৪ জন, সর্বমোট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠকর্মীর সংখ্যা ৯১৫ জন।
প্রয়োজনীয় স্বাস্থ্য সেবির সংখ্যা ২৯৭৩, জেলা পর্যায়ে তদারকি টিমের সংখ্যা ১০টি, জেলার মোট প্রথম শ্রেণীর সুপারভাইজার ৩০৬ জন এবং দ্বিতীয় শ্রেণীর সুপারভাইজার ২৪ জন। অনুষ্ঠানে এ কর্মসূচিকে সফল করে তোলার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।