ইফতার মাহফিল উপলক্ষ্যে বেনাপোল পৌর বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক : বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন সফল করতে পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০মার্চ) বিকাল ৩টায় সানরূফ কনফারেন্স রূমে প্রস্ততিমুলক সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, নাসিমুল গনি বল্টু, সাংবাদিক কাজী শাহজাহান সবুজ, আলহাজ্ব আবদার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মুননাফ, সহ-প্রচার সম্পাদক ডাক্তার শেখ সেলিম প্রমুখসহ ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ সদস্যসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতিমুলক সভায় নেতৃবৃন্দ ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে ইফতার মাহফিল আগামী ২০ মার্চ বৃহস্পতিবারের মধ্যে শেষ করার নির্দেশনা দেন এবং বলেন এক ওয়ার্ড থেকে মানুষ যেনো অন্য ওযার্ডের ইফতার মাহফিলে ভিড় না করে সেদিকে খেয়াল রাখতে হবে।