সোনামসজিদ স্থল বন্দরে বাংলাদেশ-ভারত ইমপোর্টার ও এক্সপোর্টারদের পরিচিতি সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাপাইনবাবগঞ্জ–সোনামসজিদ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের নতুন ক্যাবিনেট গঠন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ইমপোর্টার ও এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্টে আয়োজন করা হয়।
গতকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোনামসজিদ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ একরামুল হক ও তার পূর্ণ প্যানেল এবং ইন্ডিয়ান ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি হৃদয় ঘোষ সহ উভয় দেশের ব্যবসায়ী নেতারা।
এসময় উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানী কারক গ্রুপের নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ নাজিমুল হক, আব্দুল আওয়াল, মোঃ মাসুদ রানা, মোঃ জাকির হোসেন, মোঃ সেরাজুল ইসলাম, আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মোঃ নুর আমিন সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় উভয় দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, বর্তমানে নিষিদ্ধ থাকা ফল ও অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি পুনরায় চালু করার বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন। ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা।
পরিচিতি সভা শেষে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে মিষ্টি ও ফুল বিনিময় করেন।
এই সভার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের ইমপোর্টার ও এক্সপোর্টারদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।