০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে একজন গুরুতর আহত, থানায় অভিযোগ

নিউজ ডেস্ক

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে একজন গুরুতর আহত হয়েছেন। আহত মোঃ আলী গাজি (৭৫) গদখালি ইউনিয়নের বামনালী ঈদগাহ পাড়ার মৃত মোজাহার আলী গাজীর পুত্র। এই ঘটনায় মোঃ আলী গাজীর পুত্র আজিম হোসেন গাজী বাদী ৩জনকে আসামি করে হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আজিম হোসেন গাজী বলেন, শনিবার (৮ মার্চ) সকালে সাবেক আর্মি সার্জেন্ট মো: ইউসুফ আলী আমাদের জমিতে জোর করে পাচিল দেয়ার জন্য শ্রমিক নিয়োগ করে। এটা দেখে আমার আব্বা ইউসুফ আলীকে যেয়ে কেন আমাদের জমিতে পাচিল দিচ্ছে এটা জিজ্ঞেস করতেই ইউসুফ আলী (৫৩), তার স্ত্রী নার্গিস বেগম(৪৬) এবং ছেলে নাহিদ (২৩) আমার আব্বার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে আমার আব্বার হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তিনি এখন যশোর সদর হাসপাতালে ভর্তি আছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, মারামারির ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আরেক পক্ষ ৯৯৯ এ ফোন করেছিলেন। সাথে সাথে আমাদের পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
১৪৮

ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে একজন গুরুতর আহত, থানায় অভিযোগ

আপডেট: ১০:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে একজন গুরুতর আহত হয়েছেন। আহত মোঃ আলী গাজি (৭৫) গদখালি ইউনিয়নের বামনালী ঈদগাহ পাড়ার মৃত মোজাহার আলী গাজীর পুত্র। এই ঘটনায় মোঃ আলী গাজীর পুত্র আজিম হোসেন গাজী বাদী ৩জনকে আসামি করে হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আজিম হোসেন গাজী বলেন, শনিবার (৮ মার্চ) সকালে সাবেক আর্মি সার্জেন্ট মো: ইউসুফ আলী আমাদের জমিতে জোর করে পাচিল দেয়ার জন্য শ্রমিক নিয়োগ করে। এটা দেখে আমার আব্বা ইউসুফ আলীকে যেয়ে কেন আমাদের জমিতে পাচিল দিচ্ছে এটা জিজ্ঞেস করতেই ইউসুফ আলী (৫৩), তার স্ত্রী নার্গিস বেগম(৪৬) এবং ছেলে নাহিদ (২৩) আমার আব্বার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে আমার আব্বার হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তিনি এখন যশোর সদর হাসপাতালে ভর্তি আছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, মারামারির ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আরেক পক্ষ ৯৯৯ এ ফোন করেছিলেন। সাথে সাথে আমাদের পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।