০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুন

নিউজ ডেস্ক

Lনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন।

এদিন আদালতে তারেক রহমান ও মামুনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

এর আগে গত ৪ মার্চ সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজা বাতিলের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগ।

সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা একটি মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর নিম্ন আদালত তারেক রহমানকে খালাস দিয়েছিলেন। একই মামলায় তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। ওই রায়ে তাকে ২০ কোটি টাকা জরিমানা করেন আদালত। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়।

গত বছরের ১০ ডিসেম্বর তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। এ মামলায় তার বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়। একইসঙ্গে স্থগিত করা হয় তাদের জরিমানাও।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
৬১

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুন

আপডেট: ০২:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

Lনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন।

এদিন আদালতে তারেক রহমান ও মামুনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

এর আগে গত ৪ মার্চ সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজা বাতিলের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগ।

সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা একটি মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর নিম্ন আদালত তারেক রহমানকে খালাস দিয়েছিলেন। একই মামলায় তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। ওই রায়ে তাকে ২০ কোটি টাকা জরিমানা করেন আদালত। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়।

গত বছরের ১০ ডিসেম্বর তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। এ মামলায় তার বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়। একইসঙ্গে স্থগিত করা হয় তাদের জরিমানাও।