‘দোয়া করুন যেন আমি মুক্তি পেয়ে নির্বাচনে অংশ নিতে পারি’
নিজস্ব প্রতিবেদক : সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের নেতা শাজাহান খান আদালতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এই মন্তব্যটি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। আদালতে হাজির হওয়ার সময় তাকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং হ্যান্ডকাফ পরানো ছিল।
এ সময় সাংবাদিকরা তাকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আছি তোমাদের দোয়া ও সমর্থনে। দোয়া করো আমার জন্য।” সাংবাদিক আরও প্রশ্ন করেন, “কি দোয়া করবো?” উত্তরে শাজাহান খান বলেন, “দোয়া করো যেন তাড়াতাড়ি মুক্তি পাই এবং দেশের শান্তি ও শৃঙ্খলা ফেরানোর জন্য, এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করা যায়, সে জন্য দোয়া করো।”
এসময় সাংবাদিকরা মন্তব্য করেন, “সবাই বলছে, আপনারা দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন।” এর জবাবে শাজাহান খান বলেন, “আমরা বারোটা বাজিয়েছি না, যারা বারোটা বাজিয়েছে তাদের সত্য সামনে আসবে।”
এরপর তাকে কাঠগড়ায় নেওয়া হয়, যেখানে তার হ্যান্ডকাফ এবং হেলমেট খুলে দেওয়া হয়। বিচারক এজলাসে উপস্থিত হলে তার বিভিন্ন মামলায় গ্রেপ্তার সংক্রান্ত শুনানি শুরু হয়।
শুনানি শেষে তাকে হাজতখানায় নেওয়ার সময়, শাজাহান খান সাংবাদিকদের জানান, তিনি কারাগারে বেশ ভাল আছেন এবং “সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।” পরে তাকে গারদে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার মাধ্যমে শাজাহান খান তার রাজনৈতিক অবস্থান ও আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, দেশের পরিস্থিতি নিয়ে তার আত্মবিশ্বাস এবং সরকারের বিরুদ্ধে অভিযুক্ত ক্ষতিপূরণ সম্পর্কিত সোজা মন্তব্য।