শিরোনাম:
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক
নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৮০ বোতল ফেনসিডিল সহ ফাতেমা পারভিন (৫৫)কে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৩টার সময় বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক আসামী ফাতেমা ভবারবেড় গ্রামের মো. হযরত আলী’র স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সাংবাদে জানতে পারি, ভবারবেড় গ্রামের মো. আবু সালাম (৫০) এর আধাপাকা টিনের ঘরের ভাড়াটিয়া ফাতেমার বাড়িতে ভারতীয় ফেনসিডিল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ফাতেমার খাটের নিচ হতে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, খাটের নিচ হতে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় আটক নারী আসামী ফাতেমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়। আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।