শার্শায় পুটখালী ইউনিয়ন ছাত্রদলের স্থানীয় কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন ছাত্রদলের কার্যালয় উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাইমিনুল সাগর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লাল্টু হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যশোর জেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রদলের নেতৃত্বকে আরো শক্তিশালী করার জন্য এবং দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথে একসঙ্গে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এছাড়া জাতীয় স্বার্থে ছাত্রদলের অবদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ছাত্রদলকে শক্তিশালী করে দেশ ও সমাজের জন্য সত্যিকারের পরিবর্তন আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।