বাঘারপাড়ায় ব্র্র্যাকের বন্ধু ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত
সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় প্রবাস বন্ধু ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে বাঘারপাড়া ব্র্যাক অফিসে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূণরেত্রীকরণের উপর উপজেলা প্রবাস বন্ধু ফোরামের কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মুন্সি সাহাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্র্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ এর যশোর জেলার এমআরএসসি ইউনুচ আলী, প্রোগ্রাম অগার্নাইজার বৈশাখী মল্লিক।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, ফোরামের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিম ও সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান, রবিউল ইসলাম সহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।