১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

ফুলের রাজ্যের জনক গদখালীর শের আলী সরদার আর নেই

নিউজ ডেস্ক

সানজিদা আক্তার সান্তনা : যশোরের গদখালীর ফুলের রাজ্যের জনক শের আলী সরদার (৭০) আর নেই। বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোরে চিকিৎসাধীন অবস্থায় নিজবাড়িতে মৃতবরণ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ১৯৮২সালে প্রথম তারই হাত ধরে গদখালী-পানিসরায় ফুল চাষ শুরু হয়। আর সেই যশোরের গদখালী আজ দেশের ফুলের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে।

শের আলী সরদার মাত্র এক বিঘা জমিতে ফুলের চাষ দিয়ে শুরু করে ফুল চাষের যাত্রা। এবং বর্তমানে হাজার হাজার বিঘা ফুলের চাষ হয় এই গদখালীতে। মূলত তার হাত ধরেই যশোরের ঝিকরগাছার পানিসারা ফুলের রাজ্য হিসাবে গড়ে উঠতে শুরু করে।

বাংলাদেশের যশোরকে ফুলের রাজধানী হিসাবে গড়ার কারিগর শের আলী আজ ভোরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে এই ফুল প্রেমীর বয়স ছিল (৭০)বছর । মৃত্যুকালে স্ত্রী ২পুত্র ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

জোহরবাদ নিজ বাড়িতে প্রথম ও আসরবাদ হাড়িয়া ফুল মোড়ে দ্বিতীয় জানাজা শেযে তার নিজস্ব অর্থায়নে তৈরী মসজিদের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৩২

ফুলের রাজ্যের জনক গদখালীর শের আলী সরদার আর নেই

আপডেট: ০৪:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

সানজিদা আক্তার সান্তনা : যশোরের গদখালীর ফুলের রাজ্যের জনক শের আলী সরদার (৭০) আর নেই। বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোরে চিকিৎসাধীন অবস্থায় নিজবাড়িতে মৃতবরণ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ১৯৮২সালে প্রথম তারই হাত ধরে গদখালী-পানিসরায় ফুল চাষ শুরু হয়। আর সেই যশোরের গদখালী আজ দেশের ফুলের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে।

শের আলী সরদার মাত্র এক বিঘা জমিতে ফুলের চাষ দিয়ে শুরু করে ফুল চাষের যাত্রা। এবং বর্তমানে হাজার হাজার বিঘা ফুলের চাষ হয় এই গদখালীতে। মূলত তার হাত ধরেই যশোরের ঝিকরগাছার পানিসারা ফুলের রাজ্য হিসাবে গড়ে উঠতে শুরু করে।

বাংলাদেশের যশোরকে ফুলের রাজধানী হিসাবে গড়ার কারিগর শের আলী আজ ভোরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে এই ফুল প্রেমীর বয়স ছিল (৭০)বছর । মৃত্যুকালে স্ত্রী ২পুত্র ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

জোহরবাদ নিজ বাড়িতে প্রথম ও আসরবাদ হাড়িয়া ফুল মোড়ে দ্বিতীয় জানাজা শেযে তার নিজস্ব অর্থায়নে তৈরী মসজিদের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।