১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

ঝিকরগাছায় মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ১৫ জন আহত

নিউজ ডেস্ক

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গুচ্ছগ্রামে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মারামারিতে ১৪/১৫ জন রক্তাক্ত জখম ও গুরুতর আহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৮টা ৪৫ মিনিটে এই সংঘর্ষ ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নানান ইস্যুতে গুচ্ছগ্রামের ২ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে নিলের মেয়ে পপি(২২) এর সাথে একই গ্রামের আমজাদের ছেলে জুয়েল(২৭) এর বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের জের ধরে নতুন দ্বন্দ্ব তৈরি হয়। এরই সূত্র ধরে সকালে পিন্টুর সাথে পিয়ালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং হাসুয়া, রামদা, লাঠি দিয়ে একে অন্যকে আঘাত করে। যার ফলশ্রুতিতে দুই পক্ষের ১৩/১৪ জন আহত হয়। আহতরা হলেন আব্দুল মান্নানের ছেলে পিন্টু(৩০), ভুলু (৪০), মিন্টু(৩৫), পিন্টুর স্ত্রী রুবিনা খাতুন(২৫), বুলু হোসেন এর ছেলে রিয়াদ হোসেন(৩২), মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেন(৫০), কুরবান আলীর ছেলে জীবন হোসেন (৩২), মনির হোসেন এর ছেলে পিয়াল হোসেন(২৩), নাছির হোসেনের ছেলে মহসিন আলম(২৮), আলা বক্সের ছেলে ছলেমান(৫৫), মৃত আলী আহম্মদ এর ছেলে হালিম(৪৮), আবদুল গনির ছেলে হাসান(৩১)সহ আরও কয়েকজন। আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় ৪/৫ জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
৩৮

ঝিকরগাছায় মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ১৫ জন আহত

আপডেট: ০৭:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গুচ্ছগ্রামে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মারামারিতে ১৪/১৫ জন রক্তাক্ত জখম ও গুরুতর আহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৮টা ৪৫ মিনিটে এই সংঘর্ষ ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নানান ইস্যুতে গুচ্ছগ্রামের ২ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে নিলের মেয়ে পপি(২২) এর সাথে একই গ্রামের আমজাদের ছেলে জুয়েল(২৭) এর বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের জের ধরে নতুন দ্বন্দ্ব তৈরি হয়। এরই সূত্র ধরে সকালে পিন্টুর সাথে পিয়ালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং হাসুয়া, রামদা, লাঠি দিয়ে একে অন্যকে আঘাত করে। যার ফলশ্রুতিতে দুই পক্ষের ১৩/১৪ জন আহত হয়। আহতরা হলেন আব্দুল মান্নানের ছেলে পিন্টু(৩০), ভুলু (৪০), মিন্টু(৩৫), পিন্টুর স্ত্রী রুবিনা খাতুন(২৫), বুলু হোসেন এর ছেলে রিয়াদ হোসেন(৩২), মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেন(৫০), কুরবান আলীর ছেলে জীবন হোসেন (৩২), মনির হোসেন এর ছেলে পিয়াল হোসেন(২৩), নাছির হোসেনের ছেলে মহসিন আলম(২৮), আলা বক্সের ছেলে ছলেমান(৫৫), মৃত আলী আহম্মদ এর ছেলে হালিম(৪৮), আবদুল গনির ছেলে হাসান(৩১)সহ আরও কয়েকজন। আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় ৪/৫ জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।