ডিমলায় ৪ দফা দাবিতে অটোচালাক শ্রমিকদের মিছিল ও সমাবেশ
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ শ্রমিক শোষন বন্ধ করো, শ্রমিক নির্যাতন বন্ধ করো প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় ৪ দফা দাবিতে অটোচালক (ইজিবাইক) শ্রমিকদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিমলা স্মৃতি অম্লান (শুটিবাড়ি মোড়) চত্ত্বর প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অটোচালকগণ ডিমলা উপজেলা পরিষদ মাঠে জমায়েত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর হতে সকল চালকদের একটি মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিঅম্লান চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
অটোচালাক শ্রমিকের দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আলম হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অটোচালাক শ্রমিক নেতা মোঃ রশিদুল ইসলাম, মোঃ সাজু ইসলাম, মোঃ ফারুক ইমলাম, রংপুর মহানগর ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোতাওয়াক্কিল বিল্লাহ সিয়াম ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা ডিমলা উপজেলা অটো শ্রমিকদের চার দফা (১) অবৈধভাবে ও বিনাপারিশ্রমিকে অটোশ্রমিকদের রিকোজিশন ডিউটির নামে থানা পুলিশের প্রহসন বন্ধ করতে হবে (২) যানজট নিরসনে ফুটপাতে অবৈধ ও অস্থায়ী দোকানসমূহ উচ্ছেদ করতে হবে (৩) নামে বেনামে সমবায় সমিতির কূপনে চাঁদা আদায় বন্ধ ও আদায়কৃত অর্থ ফিরত দিতে হবে (৪) অটো নিবন্ধন, লাইসেন্স, রুট পারমিট প্রদান করতে হবে ও ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে মর্মে দাবিসমূহ তুলে ধরেন।
এসময় ডিমলা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের অটোচালকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রধান করেন।