১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে।

শুক্রবার ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর গ্রামের সেতাউরের রহমানের ছেলে।

দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে রঘুনাথপুর সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ ৫-৬ জন কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফ। পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপরে মরদেহ ফেলে রাখে। বর্তমানে মরদেহ সেখানেই রয়েছে।

নিহতের ভাই মো. সুমন আলী বলেন, বারিকুল ইসলাম জমিতে সেচ দেয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। মরদেহ আনার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, এ সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই। তাছাড়া পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ঘটনাটির খোঁজ খবর নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
৫৬

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ

আপডেট: ০৫:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে।

শুক্রবার ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর গ্রামের সেতাউরের রহমানের ছেলে।

দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে রঘুনাথপুর সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ ৫-৬ জন কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফ। পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপরে মরদেহ ফেলে রাখে। বর্তমানে মরদেহ সেখানেই রয়েছে।

নিহতের ভাই মো. সুমন আলী বলেন, বারিকুল ইসলাম জমিতে সেচ দেয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। মরদেহ আনার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, এ সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই। তাছাড়া পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ঘটনাটির খোঁজ খবর নেয়া হচ্ছে।