বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধ পারাপারের দায়ে ১৪ জন ও সাড়ে সাত লাখ টাকার অবৈধ পণ্যসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০২জন আসামীসহ বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ী, তৈরী পোশাক, চকলেট, সন পাপড়ী, কসমেটিক্স সামগ্রী এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের দায়ে ০৪ জন শিশুসহ ১৪ জনকে আটক করছেন।
০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধান্যখোলা, ঘিবা, রঘনাথপুর, আমড়াখালী, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ সর্বমোট (সাত লক্ষ তিপ্পান্ন হাজার পঞ্চাশ) টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ী, তৈরী পোশাক, চকলেট, সন পাপড়ী, কসমেটিক্স সামগ্রী এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের দায়ে ০৪জন শিশুসহ ১৪ জনকে আটক করে।
ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক-(১)শ্রী সনজিত রায় (৩৪), পিতাঃ ললিত রায়, গ্রাম-ধারা বাশাই, থানা-কোটালীপাড়া (২) লিটন বাইন (৩৪), পিতা-পাগল বাইন, গ্রাম-সালুকা, থানা-টুঙ্গিপাড়া (৩) অন্তরা পান্ডে (১৭), স্বামী-লিটন বাইন, গ্রাম-সালুকা, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ ৪)মোঃ ছামিনুল শেখ (৪২), পিতাঃ মৃত ইউসুফ শেখ, ৫) শাহনাজ বেগম (৩৫), স্বামী মোঃ ছামিনুল, ৬) মোঃ শাকিব শেখ (১৩), পিতাঃ মোঃ ছামিনুল শেখ, ৭) মোঃ শাহাদাত (০৩), পিতাঃ মোঃ ছামিনুল শেখ, উভয়ের গ্রামঃ পাঁচকাউনিয়া, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল, ৮) মোছাঃ শরজিনা খাতুন (২৫) , পিতাঃ মোঃ হাসান, গ্রামঃ চালিমিয়া, থানাঃ মোহাম্মদপুর, জেলাঃ মাগুরা, ৯) সুমাইয়া (৫০), স্বামীঃ সাইফুল শেখ, ১০) ইয়ারসুল শেখ (২৪), পিতাঃ সাইফুল শেখ, ১১) মোছাঃ ইয়াসমিন শেখ (২০), স্বামীঃ ইয়ারসুল শেখ, ১২) আব্দুল্লাহ শেখ (০৫), পিতাঃ ইয়ারসুল শেখ, ১৩) মোঃ হামজা শেখ (১০ মাস), পিতাঃ ইয়ারসুল শেখ, উভয়ের গ্রামঃ পাঁচকাউনিয়া, ডাকঃ কুলসুর, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল, ১৪) মোঃ আসলাম বিশ্বাস (৩৫), পিতাঃ মৃত আনিছ বিশ্বাস, গ্রামঃ পাঁচকউনিয়া, ডাকঃ কুলসুর, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল। অবৈধভাবে পারাপারের দায়ে আটককৃত ১৪ জন আসামিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোলে ভারতীয় ০.৭০০ কেজি গাঁজাসহ আটককৃত মোঃ আব্দুল মালেক শিকদার (৫৫), যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল গনি শিকদারের ছেলে।
শার্শার আমড়াখালী চেকপোস্টে ০২ বোতল বিদেশী মদসহ আটককৃত মো: হাফিজুর রহমান (২৩) যশোর জেলার শার্শা থানার মাটিপুকুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।
গাঁজাসহ আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় ও বিদেশী মদসহ আটককৃত আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।