১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন যশোর : যশোর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন রায়পাড়া ইসমাইল কলোনিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯:৪০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত যুবকের নাম সম্রাট (২৪), তিনি রায়পাড়া ইসমাইল কলোনির বাসিন্দা এবং আব্দুল আলিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে সম্রাটের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

অভিযুক্তরা হলেন—কুদরত (৩৫), ইমন (৩০), মোহাম্মদ (৩০), শাকিব (২৮) ও হৃদয় (২৮)। তাদের সবার বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা সম্রাটের চিৎকার শুনে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি বলেন, “ঘটনাটি আমরা জানতে পেরেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
১৬

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

আপডেট: ০২:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

সাব্বির হোসেন যশোর : যশোর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন রায়পাড়া ইসমাইল কলোনিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯:৪০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত যুবকের নাম সম্রাট (২৪), তিনি রায়পাড়া ইসমাইল কলোনির বাসিন্দা এবং আব্দুল আলিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে সম্রাটের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

অভিযুক্তরা হলেন—কুদরত (৩৫), ইমন (৩০), মোহাম্মদ (৩০), শাকিব (২৮) ও হৃদয় (২৮)। তাদের সবার বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা সম্রাটের চিৎকার শুনে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি বলেন, “ঘটনাটি আমরা জানতে পেরেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।