১১:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

যশোরে ইজিবাইক শোরুমে ডাকাতি, প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন,যশোর : যশোরের উপশহরে অবস্থিত একটি ইজিবাইক শোরুমে তালা কেটে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ এক ডাকাত দল। শুক্রবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে এই ডাকাতির ঘটনা ঘটে গোল্ডেন বাইক শোরুমে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শোরুমের নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে রেখে ডাকাতরা শোরুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে। শোরুমের প্রোপ্রাইটর আবুল কাশেম জানিয়েছেন, রাতে নৈশ প্রহরীর ফোন পেয়ে দ্রুত শোরুমে ছুটে আসেন তিনি। এসে দেখেন, শোরুম থেকে ১৫০ পিস ব্যাটারি ও অন্যান্য মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার সম্পদ নিয়ে গেছে ডাকাত দল।

এ ঘটনায় শোরুম মালিক আবুল কাশেম থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তদন্ত চলছে এবং দ্রুতই চোরাই চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

স্থানীয় ব্যবসায়ী সমাজ এই ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৩৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
১২

যশোরে ইজিবাইক শোরুমে ডাকাতি, প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট

আপডেট: ১০:৩৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

সাব্বির হোসেন,যশোর : যশোরের উপশহরে অবস্থিত একটি ইজিবাইক শোরুমে তালা কেটে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ এক ডাকাত দল। শুক্রবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে এই ডাকাতির ঘটনা ঘটে গোল্ডেন বাইক শোরুমে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শোরুমের নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে রেখে ডাকাতরা শোরুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে। শোরুমের প্রোপ্রাইটর আবুল কাশেম জানিয়েছেন, রাতে নৈশ প্রহরীর ফোন পেয়ে দ্রুত শোরুমে ছুটে আসেন তিনি। এসে দেখেন, শোরুম থেকে ১৫০ পিস ব্যাটারি ও অন্যান্য মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার সম্পদ নিয়ে গেছে ডাকাত দল।

এ ঘটনায় শোরুম মালিক আবুল কাশেম থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তদন্ত চলছে এবং দ্রুতই চোরাই চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

স্থানীয় ব্যবসায়ী সমাজ এই ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।