০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নড়াইল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে লিটু সভাপতি, তুহিন সম্পাদক নির্বাচিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ২৩৮

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।

নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার ৬৮ ভোট পেয়েছেন। বিএনপি সমর্থিত অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন ৮৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

উৎসব মূখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সমিতি ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, সহ-সভাপতি পদে বিএম মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. টুটুল শিকদার, গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, নির্বাহী সদস্য’র পাঁচ পদে নাজাতুন নেছা মুক্তি, মো. জাহিদুল ইসলাম প্রিন্স, মিলিনা খানম মিলি সিদ্দিক, মো. শিমুল ফকির ও এস এম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ বলেন, মোট ১শ’ ৫৪ ভোটারের মধ্যে ১শ’ ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন। এক পর্যায়ে নির্বাচন উৎসবে রুপ নেয়।

Please Share This Post in Your Social Media

নড়াইল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে লিটু সভাপতি, তুহিন সম্পাদক নির্বাচিত

আপডেট: ০৭:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।

নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার ৬৮ ভোট পেয়েছেন। বিএনপি সমর্থিত অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন ৮৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

উৎসব মূখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সমিতি ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, সহ-সভাপতি পদে বিএম মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. টুটুল শিকদার, গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, নির্বাহী সদস্য’র পাঁচ পদে নাজাতুন নেছা মুক্তি, মো. জাহিদুল ইসলাম প্রিন্স, মিলিনা খানম মিলি সিদ্দিক, মো. শিমুল ফকির ও এস এম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ বলেন, মোট ১শ’ ৫৪ ভোটারের মধ্যে ১শ’ ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন। এক পর্যায়ে নির্বাচন উৎসবে রুপ নেয়।