০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত- ২, আহত-৩

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ১৯২
সাব্বির হোসেন,যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় একটি মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি মাগুরা থেকে যশোরের দিকে আসছিল। ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ একজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।
বাঘারপাড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত- ২, আহত-৩

আপডেট: ০৮:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
সাব্বির হোসেন,যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় একটি মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি মাগুরা থেকে যশোরের দিকে আসছিল। ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ একজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।
বাঘারপাড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।