খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4890 বার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমরান আলী (২৪) ও মোঃ উজ্জল হোসেন (২৬) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ ইমরান আলী (২৪) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মোঃ কামাল হোসেন ও মোঃ উজ্জল হোসেন (২৬) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মোঃ বেল্লাল হোসেনের ছেলে।
বুধবার (১৩ নভেম্বর) নড়াইল সদর থানাধীন পৌরসভার অন্তর্গত হাতির বাগান মোড় নতুন বাস স্ট্যান্ডে মিন্টু দাস এর সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমরান আলী (২৪) ও মোঃ উজ্জল হোসেন (২৬) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁচিশ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে নড়াইল ডিবি কর্তৃক মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মিরান শেখ (২৮) ও মোঃ জুয়েল মোল্যা (২৮) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ মিরান শেখ (২৮) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রামপুর (নিরিবিলি পার্ক পাড়া) গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে ও মোঃ জুয়েল মোল্যা (২৮) একই গ্রামের মোঃ আক্তার মোল্যার ছেলে। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পৌরসভার ৮ নং ওয়ার্ডের অন্তর্গত নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পার্শ্বের ২ নং গেটের সামনে রামপুর কচুবাড়িয়া গামী পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলি, এসআই (নিঃ) মোঃ মোঃ অহিদুর রহমান ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিরান শেখ (২৮) ও মোঃ জুয়েল মোল্যা (২৮)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একশতপিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।