জাতীয় সংবাদ | তারিখঃ জুলাই ১৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4812 বার
গ্রামের সংবাদ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে প্রতিবেশী ভারতের ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’।
বামপন্থী সংগঠনটির জাতীয় কমিটির প্রেসিডেন্ট নিলাশীষ বোস এবং জেনারেল সেক্রেটারি প্রসেনজিৎ কুমার সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছেঃ সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সম্পূর্ণ বন্ধের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী যখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও রাজপথে নামে; তখন তাদের শুধু পুলিশই নয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক সহিংস রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখোমুখি হতে হয়। তারা রড, লাঠি ও ঢিল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অহংকারীভাবে কোটার বিরোধিতাকারীদের ‘রাজাকার’ হিসেবে আখ্যা দেন মন্তব্য করে বিবৃতিতে বলা হয়ঃ আমরা বাংলাদেশের সংগ্রামী শিক্ষার্থী এবং যুবকদের, বিশেষ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্রনেতাদের সাথে নিরঙ্কুশ একাত্মতা প্রকাশ করছি, যারা মর্যাদাপূর্ণ ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে বৈষম্যমূলক কর্মসংস্থান নীতির বিরুদ্ধে ধর্মঘটের মাধ্যমে ন্যায্য দাবি জানালেও তাদের পেটানো ও গ্রেফতার করা হচ্ছে। সুত্র: মানব জমিন।