জেলার খবর, বগুড়া, রাজশাহী বিভাগ | তারিখঃ জুলাই ৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2756 বার
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২৫ থেকে ৩০ জন।
রবিবার বিকাল সোয়া পাঁচটায় বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওয়ালিউল্লাহ।
নিহতরা হলেন, অলোক, আতশী রানী, রঞ্জিতা, নরেশ মোহন্ত এবং অজ্ঞাত এক নারী।
বিকাল ৫টায় সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি বের হয়। পথিমধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় রথের চূড়াটি রাস্তার উপর থাকা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের চূড়া স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন।
পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর ৪ জন মারা যান। অন্যদিকে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান একজন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওয়ালিউল্লাহ বলেন, ‘রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এ ঘটনা ঘটে।