সরকারবিরোধী বিক্ষোভ: নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ
- আপডেট: ১০:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৮

আন্তর্জাতিক ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে পুলিশি হামলায় ১৯ জন নিহতের ঘটনায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবন বালুয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। এ খবর দিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।
এতে বলা হয়, মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন কাঠমান্ডুতে ১৭ জন ও ইটাহারিতে ২জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় নৈতিক দায় স্বীকার করে পদত্যা করেন রমেশ লেখক। জেন-জির বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
দিনের শুরুতেই নেপালি কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা লেখকের পদত্যাগ দাবি করেছিলেন। যদিও কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এ বিষয়ে নীরব ছিলেন, শর্মা নিজেই সভায় নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং পরে মন্ত্রিসভা বৈঠকে যোগ দেন।
রমেশ লেখক ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। নেপালের আন্দোলনটি মূলত তরুণদের নেতৃত্বে শুরু হয়, যার মূল দাবি ছিল জবাবদিহি ও শাসন ব্যবস্থায় সংস্কার। আন্দোলনটি দ্রুত রাজধানী কাঠমান্ডুসহ বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। সোমবারের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে, যা সরকারকে তীব্র রাজনৈতিক চাপের মুখে ফেলেছে।



























