যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
আব্দুল্লাহ আল-মামুন : সারাদেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদী নৈরাজ্যের প্রতিবাদে যশোর শহরে পৃথকভাবে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সন্ধ্যার আগে ও পরে বিএনপির যশোর নগর শাখার প্রতিটি ওয়ার্ডের উদ্যোগে শহরের প্রধান সড়ক ও পাড়া-মহল্লায় একযোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নিয়ে বিএনপির নেতৃবৃন্দ বলেন, “যেখানেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে। আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। যশোরে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই। দীর্ঘ ১৭ বছর তারা জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। নতুন বাংলাদেশে সন্ত্রাসের কোনো জায়গা হবে না।”
নেতারা আরও বলেন, “আওয়ামী লীগ যেন পুনরায় সংঘবদ্ধ হয়ে জনগণের ক্ষতি করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে, ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির মালিকের নেতৃত্বে ২৫০ শয্যা হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়ে জেল রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা রোড, মনিহার, নীলগঞ্জ হয়ে মোল্লাপাড়া আমতলা মোড়ে গিয়ে শেষ হয়। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির মিছিল শংকরপুর গোলপাতা মসজিদের সামনে থেকে শুরু হয়ে তালতলা মোড়, মুরগি ফার্ম গেট হয়ে শংকরপুর মহিলা মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির মিছিল চাঁচড়া ডাল মিল এলাকা থেকে শুরু হয়ে রেল বাজার হয়ে চারখাম্বার মোড়ে গিয়ে শেষ হয়।