চৌগাছায় গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট: ১১:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা থানার গ্রাম পুলিশের মধ্যে পুলিশ সুপার যশোরের পক্ষ থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাশার।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার গ্রাম পুলিশের ভূমিকাকে বিশেষভাবে মূল্যায়ন করে বলেন, “গ্রাম পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশ অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। গ্রাম পর্যায়ে কোনো সহযোগিতার প্রয়োজন হলে প্রথম প্রতিক্রিয়া আমরা গ্রাম পুলিশের কাছ থেকেই পাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করি।”
এসময় চৌগাছা থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশ যশোরের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ গ্রাম পুলিশের প্রতি পুলিশের কৃতজ্ঞতা ও সমর্থনের প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে।





















