০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নির্বাচন সামনে রেখে যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল ও মহড়া

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সোমবার সন্ধ্যা থেকে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় টহল ও মহড়া চালিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩০টি গাড়ির বহর বের হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

গাড়িবহরটি প্রথমে শহরের পুরাতন কসবার কাজীপাড়া ও কাঁঠালতলা এলাকা পরিদর্শন করে। পরে উপশহর, মণিহার, মুড়লি, শংকরপুর বাসস্ট্যান্ড, চাঁচড়া চেকপোস্ট ও ধর্মতলা এলাকা প্রদক্ষিণ করা হয়। এ সময় গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

অভিযান সংশ্লিষ্ট পুলিশের একজন কর্মকর্তা জানান, চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থানকালে অন্তত অর্ধশত যানবাহনে তল্লাশি চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে যৌথ অভিযান শুরু করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, ইনস্পেক্টর (অপারেশনস) মমিনুল হক এবং চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মামুন উর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

নির্বাচন সামনে রেখে যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল ও মহড়া

আপডেট: ১০:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সোমবার সন্ধ্যা থেকে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় টহল ও মহড়া চালিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩০টি গাড়ির বহর বের হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

গাড়িবহরটি প্রথমে শহরের পুরাতন কসবার কাজীপাড়া ও কাঁঠালতলা এলাকা পরিদর্শন করে। পরে উপশহর, মণিহার, মুড়লি, শংকরপুর বাসস্ট্যান্ড, চাঁচড়া চেকপোস্ট ও ধর্মতলা এলাকা প্রদক্ষিণ করা হয়। এ সময় গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

অভিযান সংশ্লিষ্ট পুলিশের একজন কর্মকর্তা জানান, চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থানকালে অন্তত অর্ধশত যানবাহনে তল্লাশি চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে যৌথ অভিযান শুরু করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, ইনস্পেক্টর (অপারেশনস) মমিনুল হক এবং চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মামুন উর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।