বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় মাদক সিরাপ উদ্ধার
- আপডেট: ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ রুদ্রপুর, গোগা ও দৌলতপুর বিওপি এসব অভিযান পরিচালনা করে।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) দৌলতপুর বিওপি এলাকায় চালানো অভিযানে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় WINCEREX সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া রুদ্রপুর ও গোগা বিওপির অভিযানে ৫২ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত মাদক সিরাপগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট ও শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















