বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
- আপডেট: ০৫:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার এলাকায় বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) ভোর ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস দল বেনাপোল পোর্ট থানার বাহাদুপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মো. সাকিব হাসান (২১) নামে এক অস্ত্রধারীকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আসলাম আলীর ছেলে।

র্যাব জানায়, অভিযানের সময় গ্রেফতারকৃতের শয়নকক্ষ তল্লাশি করে খাটের তোষকের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের একটিতে ‘Made in Japan’ এবং অপরটিতে ‘Made in U.S.A’ লেখা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব হাসান অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬, খুলনার লবণচরা ক্যাম্পের স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, র্যাব নিয়মিতভাবে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















