১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

“আমি পাহাড়ি-বাঙালি সবার মানুষ”- ওয়াদুদ ভূঁইয়া

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ১৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বাংলাদেশ চাকমা খ্রিষ্টিয়ান এসোসিয়েশন ও বেতছড়ি এলাকার খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বেতছড়ি ব্যাপ্টিস্ট চার্চের পাস্টর সত্যব্রত চাকমার সভাপতিত্বে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বেতছড়ি পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন,
“আমাকে বাঙালি না ভেবে আপনাদেরই মানুষ ভাবুন। আমি আপনাদেরই মানুষ। আমাকে আপন ভাবুন, ঘরের মানুষ ভাবুন। আমি পাহাড়ি-বাঙালি সবার মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে আমি ভালোবাসি। আমাকে বিশ্বাস করুন।”
তিনি আরও বলেন,

“২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন দায়িত্বে ছিলাম, তখন খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর জন্য সমানভাবে উন্নয়ন কাজ করেছি। দুর্গম এলাকায় রাস্তাঘাট নির্মাণ, নতুন স্কুল স্থাপন, শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে আমরা কাজ করেছি। উন্নয়নের ক্ষেত্রে কখনো পাহাড়ি-বাঙালি ভেদাভেদ করা হয়নি।”

ওয়াদুদ ভূঁইয়া বলেন,“খাগড়াছড়ি একটি সম্প্রীতির জেলা। এখানে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখাই আমাদের সবার দায়িত্ব।”

তিনি বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বড়দিন শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা নিয়ে আসে। এই বার্তা আমাদের সমাজে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ুক,এটাই আমার কামনা।”

Please Share This Post in Your Social Media

“আমি পাহাড়ি-বাঙালি সবার মানুষ”- ওয়াদুদ ভূঁইয়া

আপডেট: ১১:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বাংলাদেশ চাকমা খ্রিষ্টিয়ান এসোসিয়েশন ও বেতছড়ি এলাকার খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বেতছড়ি ব্যাপ্টিস্ট চার্চের পাস্টর সত্যব্রত চাকমার সভাপতিত্বে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বেতছড়ি পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন,
“আমাকে বাঙালি না ভেবে আপনাদেরই মানুষ ভাবুন। আমি আপনাদেরই মানুষ। আমাকে আপন ভাবুন, ঘরের মানুষ ভাবুন। আমি পাহাড়ি-বাঙালি সবার মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে আমি ভালোবাসি। আমাকে বিশ্বাস করুন।”
তিনি আরও বলেন,

“২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন দায়িত্বে ছিলাম, তখন খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর জন্য সমানভাবে উন্নয়ন কাজ করেছি। দুর্গম এলাকায় রাস্তাঘাট নির্মাণ, নতুন স্কুল স্থাপন, শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে আমরা কাজ করেছি। উন্নয়নের ক্ষেত্রে কখনো পাহাড়ি-বাঙালি ভেদাভেদ করা হয়নি।”

ওয়াদুদ ভূঁইয়া বলেন,“খাগড়াছড়ি একটি সম্প্রীতির জেলা। এখানে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখাই আমাদের সবার দায়িত্ব।”

তিনি বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বড়দিন শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা নিয়ে আসে। এই বার্তা আমাদের সমাজে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ুক,এটাই আমার কামনা।”