০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বেনাপোলে র‍্যাবের অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / ৩১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে পুটখালী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শাহা আলম মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবরের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ভোর ৪টা ৪০ মিনিটে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানকালে মো. শাহা আলমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির সামনে টিনের ছাউনি দেওয়া একটি ঘরের মেঝের ভেতরে রাখা প্লাস্টিকের সাদা বস্তা থেকে ২৫ বোতল ল্যাবোরেট, ১৯ বোতল ফেনসিডিল ও ৮ বোতল উইনক্রেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর ফজলে রাব্বি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে র‍্যাবের অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

আপডেট: ১০:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে পুটখালী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শাহা আলম মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবরের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ভোর ৪টা ৪০ মিনিটে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানকালে মো. শাহা আলমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির সামনে টিনের ছাউনি দেওয়া একটি ঘরের মেঝের ভেতরে রাখা প্লাস্টিকের সাদা বস্তা থেকে ২৫ বোতল ল্যাবোরেট, ১৯ বোতল ফেনসিডিল ও ৮ বোতল উইনক্রেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর ফজলে রাব্বি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।