বাঘারপাড়ায় বিশিষ্ট শিক্ষাবিদ ওলিয়ার রহমানের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের শোক
- আপডেট: ০১:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২৪

সাঈদ ইবনে হানিফঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও (বি আর ডিবির) অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব, ওলিয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্র জানিয়েছেন, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। এরপর ৪ জানুয়ারি, বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এদিন, জানাযা নামাজে অংশ গ্রহণ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর-৪’আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ গোলাম রসুল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আশরাফ আলী, বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আবু মুছা, যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম বুলবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা সোহরাব হোসেন, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা, সহকারী প্রধান শিক্ষক মোঃ সুমন হোসেন, ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব, মাওলানা এরশাদ আলি, মাওলানা আব্দুল হালিম, মাওলানা তবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, শিক্ষক প্রতিনিধি তার জানাযা নামাজে অংশ গ্রহণ করেন।
৫ জানুয়ারি বেলা ১১টায় তার নিজ গ্রামের প্রথম কর্মস্থল সম্মিলিত বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে অনেকে মরহুম ওলিয়ার রহমানের শিক্ষা ও কর্ম জীবনের বিভিন্ন গুনাবলির স্মৃতি চারণ করেন।





















