যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ
- আপডেট: ১১:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (০৪ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা, উইনসারেক্স কফ সিরাপ (WINCEREX COUGH SYRUP) এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ হাজার ১০০ টাকা।
সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটককৃত চোরাচালান সামগ্রী যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















