০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুশিক্ষায় স্বপ্ন গড়ার প্রত্যয়: নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে ডেস্কটপ ও আসবাব বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ৩২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হিরন্ময় স্মৃতি পাঠাগার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করা হয়।

বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি সূর্যব্রত ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, উদ্যোক্তা কমিটির সভাপতি কৃষ্ণ কিশোর ত্রিপুরা, সমাজকর্মী সোহেল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী শিক্ষক লাইফশ্রী ত্রিপুরা’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গভীর ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, “আমাদের শৈশবে আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা ছিল সীমিত। আজকের শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসরুম, আধুনিক পাঠাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুবিধা পাচ্ছে—এটি সময়ের এক বড় অর্জন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তারা আরও বলেন, “যেকোনো প্রত্যন্ত এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে স্থানীয় শিক্ষিত মানুষের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় তার উজ্জ্বল উদাহরণ। এই বিদ্যালয় শুধু শিক্ষা দেয় না, এটি একটি আলোকিত সমাজ গঠনের কেন্দ্র।”

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফল করাই জীবনের চূড়ান্ত সাফল্য নয়। প্রকৃত শিক্ষা হলো চিন্তা-চেতনার বিকাশ, নৈতিকতা অর্জন এবং সমাজের জন্য নিজেকে প্রস্তুত করা। সুশিক্ষিত মানুষই পরিবার ও সমাজের জন্য সম্পদে পরিণত হয় এবং একটি স্বয়ংসম্পূর্ণ, মানবিক ও উন্নত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে।”

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ধনেশ্বর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। উপস্থিত অভিভাবক ও অতিথিরা মন্তব্য করেন, এ আয়োজন নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন প্রেরণা ও আশার আলো হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

সুশিক্ষায় স্বপ্ন গড়ার প্রত্যয়: নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে ডেস্কটপ ও আসবাব বিতরণ

আপডেট: ০৭:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হিরন্ময় স্মৃতি পাঠাগার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করা হয়।

বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি সূর্যব্রত ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, উদ্যোক্তা কমিটির সভাপতি কৃষ্ণ কিশোর ত্রিপুরা, সমাজকর্মী সোহেল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী শিক্ষক লাইফশ্রী ত্রিপুরা’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গভীর ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, “আমাদের শৈশবে আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা ছিল সীমিত। আজকের শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসরুম, আধুনিক পাঠাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুবিধা পাচ্ছে—এটি সময়ের এক বড় অর্জন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তারা আরও বলেন, “যেকোনো প্রত্যন্ত এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে স্থানীয় শিক্ষিত মানুষের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় তার উজ্জ্বল উদাহরণ। এই বিদ্যালয় শুধু শিক্ষা দেয় না, এটি একটি আলোকিত সমাজ গঠনের কেন্দ্র।”

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফল করাই জীবনের চূড়ান্ত সাফল্য নয়। প্রকৃত শিক্ষা হলো চিন্তা-চেতনার বিকাশ, নৈতিকতা অর্জন এবং সমাজের জন্য নিজেকে প্রস্তুত করা। সুশিক্ষিত মানুষই পরিবার ও সমাজের জন্য সম্পদে পরিণত হয় এবং একটি স্বয়ংসম্পূর্ণ, মানবিক ও উন্নত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে।”

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ধনেশ্বর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। উপস্থিত অভিভাবক ও অতিথিরা মন্তব্য করেন, এ আয়োজন নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন প্রেরণা ও আশার আলো হয়ে উঠেছে।