খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ অক্টোবর ৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3507 বার
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ কপিলমুনি প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা শনিবার দুপুরে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন ক্লাবের সাবেক সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহবত। সর্বসম্মতিক্রমে এস এম আব্দুর রহমান (দনিক প্রবাহ) ক আহবায়ক ও জি এম মোস্তাক আহম্মেদ (দৈনিক যশোর) ক সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির অন্য তিনজন সদস্য হলেন ক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর (দৈনিক গ্রামের কাগজ) সাবেক সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহবত (দৈনিক অনির্বাণ) সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন (দৈনিক স্পন্দন)।
ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক আগামী তিন মাসের মধ্যে এই আহবায়ক কমিটি একটি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করবেন বলে সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।